বুধবার । ১৭ই ডিসেম্বর, ২০২৫ । ২রা পৌষ, ১৪৩২

বিজয় দিবসে মোংলায় নৌ বাহিনীর যুদ্ধজাহাজ প্রদর্শনী

মোংলা প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে মোংলায় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের তিনটি যুদ্ধজাহাজ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত এই তিনটি জাহাজ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকায় দুপুরে বিভিন্ন পেশা ও বয়সের হাজার হাজার মানুষ জাহাজগুলো দেখতে আসেন।

কোস্টগার্ডের পশ্চিজোন সদর দপ্তরের মোংলা সংলগ্ন জেটিতে উন্মুক্ত রাখা হয় বিসিজিএস কামরুজ্জামান ও বিসিজিএস তৌহিদ। একই সময় নৌবাহিনীর দ্বীগরাজ ঘাটিতে উন্মুক্ত রাখা হয়েছে বানৌজা আবু বক্কর।

এ সময় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তারা উপস্থিত দর্শনার্থীদের জাহাজের কার্যক্রম ও বিভিন্ন যন্ত্রাংশের ব্যবহার সম্পর্কে অবহিত করেন।

এছাড়া, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সব জাহাজকে বিশেষ সাজে সজ্জিত করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন