বাগেরহাটে ব্র্যাক এনজিওর এক কর্মীকে ধর্ষণের ঘটনায় জিহাদ শেখ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১ ডিসেম্বর) বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনি: জেলা ও দায়রা জজ রোজিনা আক্তার আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
জিহাদ শেখ (৩০) বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতি গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে।
বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফকির মো. নওরেশু জামান লালন জানান, গত ২০২৩ সালের ১ আগস্ট দুপুরে ব্র্যাকের যাত্রাপুর শাখার পিও মাইক্রোফাইন্যান্স পদে কর্মরত ওই নারী কর্মী ইউনিয়নের বেনেগাতি গ্রামের সনাতন দাসের বাড়িতে সার্ভে করার জন্য যান। সেই সময় আসামি জিহাদ শেখ তাকে পাশের একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। বেনেগাতী এলাকার একটি বাগানের মাটির রাস্তায় পৌছালে বৃষ্টি শুরু হয়। রাস্তা খালি থাকার সুযোগে জিহাদ শেখ গলায় দা ধরে নারীকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে বাগেরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জিহাদ শেখকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন।
আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর জিহাদ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
খুলনা গেজেট/এএজে

