মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

বাগেরহাটে দেয়াল ধসে কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে কলেজ বারান্দার দ্বিতলার ঝুঁকিপূর্ণ দেয়াল ধসে পড়ে শাকিব হাওলাদার (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বারুইপাড়ার ইউনিয়নের কাফুরপুরা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

সে এই কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কাফুরপুরা গ্রামের মৃত আবুল হওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, কলেজে ক্লাস ছুটির ফাঁকে ২য় তলায় গাইড ওয়ালে হেলান দিয়ে শাকিব হাওলাদার অন্য বন্ধুদের সাথে কথা বলছিল। তখন হঠাৎ দেয়াল ভেঙে সে নিচে পড়ে যায়। এসময় দেয়ালের একটি অংশ ভেঙে তার শরীরের ওপর পড়লে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক শিক্ষক ও সহপাঠীরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাকিব হাওলাদারের মা শাহীনুর বেগম জানান, তার স্বামী প্রায় ১৪ বছর আগে ২ ছেলেকে রেখে ক্যান্সারে মারা যান। দুই ভাইয়ের মধ্যে শাকিব ছোট আর বড় ভাই সেনাবাহিনীতে চাকুরি কর্তব্যরত। দরিদ্র পরিবারে তিনি অতি কষ্টে সন্তানদের লেখাপড়া করান।

কাফুরপুরা কলেজ এন্ড স্কুলের অধ্যক্ষ শেখ শুকুর আলী জানান, শাকিব হাওলাদার এইচএসসি ২য় বর্ষের নিয়মিত ছাত্র ছিল। এদিনও সে ক্লাস করছিল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন