সুন্দরবনে হরিণ শিকারীদের হামলায় সহকারি বন সংরক্ষক (এসিএফ) রানা দেব আহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ডিমেরচর এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় তিন শিকারিকে আটক করেছে বনরক্ষী ও পুলিশ সদস্যরা।
আটককৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের রাফি হাসান (২৬), রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের শহিদ মল্লিক (২৮) ও একই উপজেলার ঝালবাড়ি গ্রামের আল আমিন আকুঞ্জি (২৭)।
রানা দেব জানান, বন্য প্রাণি রক্ষা ও হরিণ শিকার রোধে বনরক্ষীদের সাথে নিয়ে ডিমেরচর এলাকায় বনের ভেতরে হেঁটে টহল দিচ্ছিলেন তিনি। এ সময় বনের মধ্যে হরিণ ধরার জন্য পেতে রাখা একাধিক ফাঁদ দেখতে পান। সন্দেহ হলে তল্লাশি চালিয়ে চার থেকে পাঁচজন শিকারীকে দেখতে পান তারা। এক পর্যায়ে রানা দেব নিজে দৌড়ে গিয়ে একজনকে ধরে ফেললে, বাকি শিকারীরা ফিরে এসে তাকে বেধড়ক মারধর করে ধৃত শিকারীকে ছিনিয়ে নিয়ে যায়। পরে বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ১৮টি হাঁটা ফাঁদ জব্দ করেন।
আহত রানা দেবকে তাৎক্ষণিকভাবে দুবলারচরের অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলার পরপরই বনরক্ষীরা অভিযান চালিয়ে তিন শিকারীকে আটক করেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী ও শরণখোলা রেঞ্জের অন্যান্য রাস পূজার দায়িত্ব পালনের জন্য দুবলার চরে অবস্থান করায় তাদের সাথে যোগাযোগ করা যায়নি।
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
