পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রর ডিমের চর এলাকায় সাগরে সাঁতার কাটার সময় নিখোঁজ মাহিদ আব্দুল্লার মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রর ডিমের চরের দক্ষিণ পাশে সাগরে ভাসমান অবস্থায় বনবিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করে।
নিহত মাহিদ ঢাকার মিরপুর ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. শেখ সুলতান মাহমুদ আসাদের ছেলে। তারা মোহাম্মদপুর শেখের টেকের বাসিন্দা।
সুলতান মাহমুদ স্ত্রী ও চার ছেলেসহ ঢাকার বিভিন্ন স্থানের ৭৫ জনের একটি পর্যটক দল নিয়ে দি এক্সপ্লোরার নামের পর্যটক লঞ্জে গত শুক্রবার শরণখোলা স্টেশন অফিসের অনুমতি নিয়ে বনে প্রবেশ করেন। শনিবার সকাল ১০ টার দিকে কচিখালী ডিমের চরের সাগরে সাঁতার কাটতে গিয়ে ঢেউয়ের আঘাতে ভেসে যায় তিনি। এরপর থেকেই বনবিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরি বলেন, নিখোঁজ কিশোর পর্যটকের মরদেহটি উদ্ধার হয়েছে। তারা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে