চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ নিহত ২

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় তানভির আহম্মেদ মোল্লা (১৬) ও আজগর শেখ (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রথম প্রহরে আজগর শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং বেলা সাড়ে ১২ টার দিকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তানভির আহম্মেদ মারা যায়।

নিহত তানভির হোসেন উপজেলার শিবপুর গ্রামের জাকারিয়া মোল্লার ছেলে ও আজগর শেখ কলাতলা গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে।

নিহতদের স্বজনদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ দিকে শিবপুর ছোটপুল এলাকায় মোটরসাইকেল আরোহী তানভির আহম্মেদ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তানভির আহম্মেদ মারা যায়।

অপরদিকে, বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৬ টার দিকে একই সড়কের ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পিকাপের সাথে অটোভ্যানচালক আজগর শেখের মুখোমুখি সংঘর্ষ হয়। তাকে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে বৃহস্পতিবার প্রথম প্রহরে মারা যান।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায় বলেন, হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গুলো পরিদর্শন করেছে। কোন পরিবারে পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন