বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি শিকদার উজির আলীর অপসারণের দাবিতে রোববার (৩১ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য জাকির বিশ্বাস, ৫ নং ওয়ার্ডের ফারুক আহমেদ, ৬ নং ওয়ার্ডের মোঃ হান্নান, ৭ নং ওয়ার্ডের আলী আহমেদ শেখ, ৮ নং ওয়ার্ডের হাফিজুর রহমান ও ৯ নং ওয়ার্ডের হাবিবুর রহমান।
বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান শিকদার উজির আলী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হলেও তার কাজকর্মে স্বেচ্ছাচারিতা, জনগণের সেবা বঞ্চনা ও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। ইউপি সদস্য আলী আহমেদ শেখ বলেন, “চেয়ারম্যান পরিষদের ৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং আড়াই বছর ধরে সদস্যদের সম্মানি দেননি। এভাবে ইউনিয়ন পরিচালনা হতে পারে না।”
মানববন্ধনে সকলেই চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবি জানান।
খুলনা গেজেট/এসএস