বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় আ. জব্বার (৭৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসাঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আ. জব্বার বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত সেকেন উদ্দিনের ছেলে। তিনি তার মেয়ের নামজা বেগমের বাড়ি যাচ্ছিলেন।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে আ. জব্বার মাদরাসাঘাট এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার সময় চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এএজে