বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে।
ক্ষতিগ্রস্থ ঘরের মালিক সরোয়ার হাওলাদার বলেন, এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। আমার ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, জামাকাপড়সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি একেবারেই অসহায় হয়ে পড়েছি। থাকার মতো ঘর নেই, সন্তানদের নিয়ে কোথায় আশ্রয় নেব ভেবে পাচ্ছি না।” তার দাবি, এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আফতাবী আলম জানান, “খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। তবে সড়কের বেহাল অবস্থার কারণে সময়মতো পৌঁছানো সম্ভব হয়নি। বাধ্য হয়ে আমাদের ঘটনাস্থলে পায়ে হেঁটে যেতে হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্গম সড়ক ও অবকাঠামোগত দুর্বলতার কারণে এ ধরনের দুর্ঘটনায় ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছাতে না পারায় ক্ষয়ক্ষতি আরও বেড়ে যাচ্ছে। দ্রুত রাস্তাঘাট সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
খুলনা গেজেট/এনএম