বাগেরহাটের শরণখোলায় সুজিত কুমার হালদার (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের হরিপদ হালদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৮ আগস্ট সন্ধ্যায় মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি থেকে বের হন সুজিত। এরপর আর বাড়ি ফেরেননি। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে প্রতিবেশী সমীর হালদারের সুপারি ও মেহগনি বাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, সুজিত দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।
শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত সুজিত আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
খুলনা গেজেট/এসএস