সিলেটে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথম ১১ ওভারেই ৭ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। একাদশে ঢুকে নাসুম আহমেদ ইনিংসের তৃতীয় ওভারে দুই উইকেট নেন। পরে মুস্তাফিজ শিকার করেছেন দুই উইকেট। তাসকিন ও তানজিম নিয়েছেন একটি করে উইকেট।
নেদারল্যান্ডস ১১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৬ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন কাইল ক্লেইন ও আরিয়ান দত্ত।
সাজঘরে ফেরার আগে ওপেনার বিক্রমজিৎ সিং ১৭ বলে ২৪ রান করে আউট হন। অন্য ওপেনার ম্যাক্স ওডাউড ১০ বলে ৮ রান করেছেন। তেজা নিদামানুরা গোল্ডেন ডাক মারেন। চারে নামা অধিনায়ক স্কট এডওয়ার্ড ৯ রান করে ফিরে গেছেন। শারিজ ফিরে গেছেন ১২ রান করে।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মাহেদী, তানজিম সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নাদামানুরু, স্কট এডওয়ার্ড, শারিজ আহমেদ, নোয়াহ ক্রয়েস, কাইল ক্লেইন, সিকান্দার জুলফিকার, আরিয়ান দত্ত, পল ফন মিকিরান, দানিয়েল দোরান।
খুলনা গেজেট/এএজে