মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিচালক (অর্থ ও হিসাব) পদে জি এম আনিসুর রহমানের যোগদান

নিজস্ব প্রতিবেদক

অর্থ ও প্রশাসন ব্যবস্থাপনায় অভিজ্ঞ কর্মকর্তা জি এম আনিসুর রহমান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিচালক (অর্থ ও হিসাব) হিসেবে চুক্তিভিত্তিকভাবে গত ০৩ নভেম্বর ২০২৫ তারিখে যোগদান করেছেন। তিনি এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) হিসেবে দায়িত্ব পালন করে ১ জানুয়ারি ২০২৩ তারিখে চূড়ান্ত অবসর গ্রহণ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি আর্থিক প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং প্রশিক্ষণ একাডেমি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আর্থিক ও প্রশাসনিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছেন।

তিনি ঢাকা ও খুলনা বার অ্যাসোসিয়েশন এবং ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য। পাশাপাশি বাংলা একাডেমি ও খুলনা সাহিত্য পরিষদের আজীবন সদস্য হিসেবে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তার লেখা ‘সুখী ও সুস্থ জীবনের পরামর্শ’ বইটি পাঠকদের নিকট ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে।

সম্প্রতি তিনি চার বছর মেয়াদি ‘ইউনানী চিকিৎসা’ কোর্স সম্পন্ন করে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং বর্তমানে পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন