Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কুয়েটে উপাচার্য নিয়োগ ও ক্লাস চালুর দাবিতে শিক্ষা উপদেষ্টাকে অভিভাবকদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

টানা পাঁচ মাস বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের সাড়ে পাঁচ সহস্রাধিক শিক্ষার্থীর পাশাপাশি তাদের অভিভাবকরাও চরম উদ্বিগ্ন এবং হতাশার মধ্যে রয়েছেন। শিক্ষার্থীদের চরম ক্ষতি ও অভিভাবকদের হতাশমুক্ত করতে দ্রুত উপাচার্য নিয়োগ করে একাডেমিকসহ সব ধরনের কার্যক্রম সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি’র) পর এবার শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারক লিপি প্রদান করেছেন ঢাকায় বসবাসরত কুয়েট গার্ডিয়ান ফোরাম।

মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে গার্ডিয়ান ফোরাম এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, হাসান জুলকারনাইন, মোঃ জসিম উদ্দিন ও বিকাশ কুমার শীল।

শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপিতে গার্ডিয়ান ফোরাম উল্লেখ করেন, বাংলাদেশের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঁচ মাসের অধিক সময় ধরে একাডেমিকসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর জীবন হুমকির সম্মুখীন। আমরা অভিভাবকরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছি। এমনিতেই এদেশে প্রতিবছর ব্যাপক সংখ্যক শিক্ষার্থী জীবন ও পারিবারিক চাপে আত্মহত্যা করে। করোনার সময় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সন্তানদের নিয়ে ঘরের মধ্যে দুর্বিষহ জীবন যাপন করছি।

২০১৯ সালে কুয়েট ব্যতীত সরকারি ও বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা জীবন শেষ করে কেউ বিদেশে, কেউ পিএইচডি করছে, আবার কেউ চাকুরিতে প্রবেশ করেছে। শিক্ষার্থীদের জীবন থেকে এভাবে ৬ মাস সময় নষ্ট না হলে, একজন শিক্ষার্থী ৬ মাস আগে জব মার্কেটে প্রবেশ করতে পারত।

স্মারকলিপিতে গার্ডিয়ান ফোরাম উল্লেখ করেন, ছাত্রদের জীবন শেষ হয়ে যাচ্ছে। অথচ কর্তৃপক্ষের নিরব ভূমিকা দেখছি। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ভয়াবহ সেশনজট তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে, গবেষণা ও প্রকৌশল শিক্ষার মান পড়ে যাচ্ছে। এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

এমতাবস্থায় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির জন্য উপাচার্য নিয়োগ ও অন্যান্য বিদ্যমান সমস্যা নিরসনকল্পে একাডেমিকসহ সব ধরনের কার্যক্রম সচল করে শিক্ষার্থীদের চরম ক্ষতি ও অভিভাবকদের হতাশা মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

 

খুলনা গেজেট/লিপু




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন