দাকোপ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

দাকোপ প্রতিনিধি

দাকোপ উপজেলা প্রশাসনের করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিং ও জনসমাগম রোধ বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১৪ এপ্রিল) জনসচেতনতা সৃষ্টির জন্য ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়।

সকালে উপজেলা সদর চালনা সাপ্তাহিক হাট ও চালনা পৌরসভায় মাস্ক ব্যবহার না করায় ও মটরসাইকেলের সঠিক কাগজ না থাকায় মোট পাঁচ হাজার একশত টাকা জরিমানা করেছেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মিন্টু বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী ও ওসি তদন্ত স্বপন কুমার রায়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালত হাকিম মিন্টু বিশ্বাস কোর্ট পরিচালনা কালে বলেন, মহামারী করোনা মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়াতে হবে। তিনি আরো বলেন, অপ্রয়োজনে কেউ ঘর থেকে বাহির হবেন না অতি প্রয়োজনে হলে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

তিনি বলেন, করোনা বিস্তার রোধে মেনে চলুন হোম কোয়ারেন্টাইন প্রক্রিয়া, নিজেকে অন্য সবার কাছ থেকে বিচ্ছিন্ন রাখুন।  মানুষ একেবারে সচেতন নয়। অনেক শিক্ষিত মানুষের মধ্যেও সচেতনার অভাব লক্ষ্য করা যায় যে কারণে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এসআই/এমএইচবি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন