আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে খুলনার ছয়টি আসনের মধ্যে চারটিতে জামায়াতের সেক্রেটারী মিয়া গোলাম পরওয়ার, বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ৭ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর সোমবার ও গত রোববার দুই দিনে তারা এই মনোনয়পত্র সংগ্রহ করেন।
গতকাল সোমবার খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স ম জামশেদ খোন্দকার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এ তথ্য জানিয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহ করা ৭ প্রার্থী হলেন, খুলনা-৩ আসনে বিএনপি’র প্রার্থী রকিবুল ইসলাম বকুল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন, খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা ইফনুস আহমেদ, খুলনা-৫ আসনে জামায়াত ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ আসনে বিএনপি’র এসএম মনিরুল হাসান বাপ্পী ও জামায়াতে ইসলামীর মোঃ আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, প্রার্থীরা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
খুলনা গেজেট/এনএম

