বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নড়াইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে মাদক মামলায় মোছাম্মদ শেফালী বেগম নামের এক নারীকে যাবজ্জীবন(আমৃত্যু) কারাদন্ড দিয়েছে আদালত। সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এই কারাদন্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানাগেছে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার জাবুসাগ্রামের শেফালী বেগম ২০১৪ সালের ১৬ জুলাই নড়াইল সদর উপজেলার হাতিরবাগান এলাকায় ৩২ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে আটক হয়। এই ঘটনায় তদন্তকারী কর্মকর্তা তদন্তকাজ শেষ করে আদালতে চার্জশীট প্রদান করেন।

নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান বিচার কার্য সম্পাদন করে অপরাধ প্রমানিত হওয়ায় আসামী মোছাম্মদ শেফালী বেগমকে যাবজ্জীবন(আমৃত্যু) কারাদন্ড দিয়েছেন। উল্লেখ্য উক্ত আসামী বর্তমানে পলাতক রয়েছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন