Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নড়াইল প্রতিনিধি

নড়াইলে লোহাগড়ায় স্ত্রী মর্জিনা ওরফে বিথি হত্যার দায়ে স্বামী মোঃ ফোরকান উদ্দিন ওরফে শাকিল খানকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছেন জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিউর রহমান। বৃহস্পতিবার সকাল ১০ টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে, পেনাল কোডের ৩০২ ধারায় মৃত্যুদন্ডে দন্ডিত করে এ মামলার রায় ঘোষণা করেন। এ সময় অভিযুক্ত আসামী ফোরকান ওরফে শাকিল আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, মোঃ মজিবুর রহমান সরকারের কন্যা ভিকটিম মর্জিনা ওরফে বিথির সাথে পিরোজপুরের তেজদাকাটি গ্রামের মৃত তোফায়েল উদ্দিন খানের পুত্র আসামী ফোরকান উদ্দিন ওরফে সাকিল খানের বিবাহ হয়। ফোরকান ও মর্জিনা লোহাগড়া উপজেলার গোপীনাথ পুর গ্রামের খলির শেখের বাড়ী ভাড়া থাকতো এবং লক্ষীপাশা বাজারে মিথুন হোটেলে বাবুর্চির কাজ করতেন। ২০১৫ সালের ১১ অক্টোবর আসামী ও ভিকাটিম মর্জিনা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ভাড়া ঘরে মর্জিনার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে স্বামী মোঃ ফোরকান উদ্দিন ওরফে শাকিল খানকে অভিযুক্ত করে একই বছরের ১৩ অক্টোবর মামলা দায়ের করে লোহাগড়া থানায় চুড়ান্ত রির্পোট পেশ করে। পরে মামলা সিআইডিতে প্রেরণ করা হয়। সিআইডি আসামী ফোরকানকে গ্রেফতার করে এবং আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিউর রহমান সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামীকে মৃত্যুদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড সাজা প্রদান করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন