নড়াইলের লোহাগড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর সুমন মোল্যা (১৫) নামের এক কিশোর অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের বিল্লাল মোল্যার ছেলে।
রোববার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার কামঠানা বেড়িবাঁধ এলাকার একটি খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা গিয়ে মরদেহটির পরিচয় শনাক্ত করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে অটোভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সুমন। ওই রাতে সে লাহুড়িয়া রাজাপুর এলাকার সজিব নামে এক যুবককে ফোন করলেও কথা বলতে পারেনি। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন শুক্রবার (২২ আগস্ট) পরিবারের পক্ষ থেকে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এদিন গোপালগঞ্জের কাশিয়ানিতে সুমনের চালানো ভ্যানটি উদ্ধার হয়।
রোববার বিকেলে বেলায়েত নামে এক ব্যক্তি নিজের পাটের জাগ খুঁজতে গিয়ে খালে ভেসে থাকা একটি মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সন্ধ্যায় পরিবার গিয়ে মরদেহটি সুমনের বলে শনাক্ত করে।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘নিহতের নাম সুমন মোল্যা। সে লাহুড়িয়ার ডহরপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় অটোভ্যান চালক ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হবে।’
খুলনা গেজেট/এসএস