Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় প্রতিপক্ষের অস্ত্রের কোপে যুবক খুন

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে নয়ন শেখ (২৫) নামে একজন যুবক প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা সবুজ কাজী (৩০) নামে অপর এক যুবক আহত হয়েছেন।

নিহত নয়ন শেখ বয়রা গ্রামের মৃত কবিরুল শেখের ছেলে এবং আহত সবুজ কাজী একই গ্রামের হাসান কাজীর ছেলে।

পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে নয়ন শেখ ও সহযোগী সবুজ কাজীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে নয়নের অসুস্থ স্ত্রীকে দেখার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়। তারা একই গ্রামের তোতা কাজীর বাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ওই গ্রামের গোলজার ও প্রভাত শেখের নেতৃত্বে ১৫/২০ জনের একদল দূর্বৃত্ত

দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্রদিয়ে উপর্যুপরি কুপিয়ে নয়ন শেখ ও সবুজ কাজীকে গুরুতর জখম করে। এলাকাবাসী আহত নয়ন শেখ ও সবুজ কাজীকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত সবুজ কাজীকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন