Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে নিশিতা ইয়াসমিন শান্তা নামে এক দশম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে সদর উপজেলার গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, বুধবার দুপুরে মামাতো বোন জুই ও শান্তা নিজেদের বাড়ি লাগোয়া পুকুরে গোসল করতে নামে। কিন্তু দুজনের কেউই সাঁতার না সেখানে গোসলের এক পর্যায়ে তারা কিনার থেকে দূরে গভীর পানিতে চলে গেলে আর কিনারে ফিরতে না পেরে তলিয়ে যায়।

এ অবস্থায় কিছুক্ষণ অতিবাহিত হবার পর তাদের স্বজনরা টের পেয়ে দুজনকে পুকুর থেকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে জুই প্রাণে বেঁচে গেলেও শান্তার জ্ঞান না ফেরায় তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়।

কিন্তু সেখানে দায়িত্বরত চিকিৎসক শান্তার শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। শান্তা একই উপজেলার শেখহাটি গ্রামের এনামুল হকের মেয়ে। তার মা গ্রামীণ ব্যাংক কর্মচারী কুলসুম বেগমের চাকরির সুবাদে তারা গোবরায় ভাঁড়া বাড়িতে বসবাস করে। শান্তা গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন