Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাল্যবিবাহের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ৪জনকে জরিমানা

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় বাল্যবিবাহের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ৪জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সূত্রে থেকে জানা যায়, সোমবার (২৯ এপ্রিল) দুপুরে লোহাগড়া উপজেলার রামেশ্বরপুর এলাকায় দশম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ের বাল্যবিবাহ সম্পন্ন হচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান একদল পুলিশ নিয়ে ওই গ্রামে অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেয়ের (কণে) বাড়িতে প্রবেশের আগেই বর-কণে তাদের পিতা-মাতাসহ অন্যত্র পালিয়ে যান।

বাল্য বিবাহে সহযোগিতা করায় ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ওই এলাকার মো. মিজানুর রহমান কে ১০ হাজার টাকা, আলফাডাঙ্গা এলাকার মো. মিজান, মঞ্জুবুর রহমান ও মঙ্গলহাটা এলাকার শামীম কে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। পরে আটককৃতরা মুচলেকা দিয়ে মুক্ত হন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন