Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে অস্ত্র আইনের মামলায় কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের জাকির তালুকদার ওরফে লিয়াকত হোসেনকে (৪৮) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। জাকির ওরফে লিয়াকত হোসেন কলাবাড়িয়া গ্রামের সামছুল হক শ্যাম তালুকদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, র‌্যাব-৬ এর একটি দল ২০১৬ সালের ১২ আগস্ট নড়াইলের নড়াগাতী থানার কান্দুরী শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে দেশি তৈরি ওয়ানশুটারগান ও পাঁচ রাউন্ড শটগানের গুলিসহ জাকির তালুকদারকে আটক করে। এ ঘটনায় ১৩ আগষ্ট নড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযুক্ত জাকির তালুকদারের বিরুদ্ধে অপরাধ প্রমানীত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেয়ার জন্য বলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন