Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নানা আয়োজনে চিত্রশিল্পী এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৭ তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে পৌরসভার রুপগঞ্জ কুড়িগ্রামে অবস্থিত সুলতান সংগ্রহশালায় সকাল সাড়ে ৭ টায় কোরআনখানি, সকাল ৯ টায় শিল্পীর সমাধীস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। করোনা মহামারির কারণে এবার আয়োজন সীমিত করা হয়েছে।

এসময় শিল্পীর কবরে জেলা প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আয়োজনে এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী, শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মলয় কুমার কুন্ডু, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফসহ সুলতানপ্রেমী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মেছের আলী ও মায়ের নাম মাজু বিবি। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন। তিনি একুশে পদক, স্বাধীনতা পদকসহ বিভিন্ন সন্মাননায় ভূষিত হন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন