শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বিজয় নিশ্চিত করতে প্রার্থীদের নানা কৌশল

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকী ১১ দিন। নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে প্রার্থীরা বিজয় নিশ্চিত করতে নানা কৌশল অবলম্বন করছেন। শেষ পর্যন্ত জুলাই সনদের প্রতি সম্মান জানিয়ে গতকাল শুক্রবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণভোটে সকলকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানালেন। গণভোটে হ্যাঁ’তে ভোটের আহ্বান তার দলের জন্য একটি ইতিবাচক দিক বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

এদিকে খুলনার ৬টি আসনের মধ্যে খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল বিজয় নিশ্চিত করতে নিত্য নতুন কৌশল অবলম্বন করছেন। গত ২৩ জানুয়ারি আজিজুল বারী হেলালের পৃষ্ঠপোষকতায় পালেরহাট মাঠে আয়োজন করেন জনতার মুখোমুখি প্রশ্নোত্তর অনুষ্ঠান। সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সরাসারি নানা প্রশ্ন করেন তাকে। সাধারণ মানুষ জানতে চান নির্বাচিত হলে খুলনা-৪ আসনের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করবেন। প্রশ্নের জবাবে সন্তোষজনক জবাবসহ নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। পরে সেখানে বিনোদনের আয়োজন করা হয়। সেখানে গান পরিবেশন করেন খ্যাতনামা লোকসংগীত শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতি। গান শেষে তিনিও ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চান।

গতকাল শুক্রবার আইচগাতি ইউনিয়নের রূপসা সরকারি কলেজ মাঠে আয়োজন করা হয় বিসিবি’র পরিচালকদের সংবর্ধনা ও প্রীতি ক্রিকেট ম্যাচ। সেখানে বিসিবি’র পরিচালক ও সংঙ্গীত শিল্প আসিফ আকবর আজিজুল বারী হেলালের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। সংবার্ধিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, বিসিবি’র পরিচালক খান জুলফিকার আলী জুলু, সাবেক ক্রিকেটার ও বিসিবি’র পরিচালক আব্দুর রাজ্জাক রাজ এবং আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এছাড়া আজ তেরখাদার ইখড়ি মাঠে জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন