বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

রূপসায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রূপসার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের অফদার মোড় এলাকায় ইজিবাইকের ধাক্কায় মারিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত মারিয়া ওই গ্রামের ইমন সিকদারের মেয়ে।

শিশুটির পরিবার জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে শিশুটি মাদ্রাসায় যাওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় ইজিবাইক চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা মারিয়াকে দ্রুত গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও পিকিং সিকদার জানান, দুপুর ১২টা ১৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান, এ ঘটনায় জড়িত ঘাতক ইজিবাইকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরিবারের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন