খুলনা উদ্ধার হওয়া আহত যুবক আল আমিনকে নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
আহত যুবক রূপসা উপজেলার তালিমপুর এলাকার বাসিন্দা চান মিয়ার ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে রাত সাড়ে ৯ টার দিকে ডান পায়ে ক্ষত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কোথায় তিনি কিভাবে আহত হয়েছেন তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। জানা গেছে তিনি বিএম পরিবহনের চালক।
খুলনা মহানগরীর থানা পুলিশ এ ব্যাপারে কিছুই জানে না।

