বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম ইয়াকুব আলীর (৭৫) নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে খুলনা আলিয়া মাদরাসা ময়দান ও পরে গ্রামের বাড়ি শাহপুর নূরানিয়া হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গনে দু’দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আগামী ১৬ জানুয়ারি শুক্রবার রূপসা স্ট্যান্ড রোডস্থ দাদা ম্যাচ কাদেরিয়া জামে মসজিদে জুম্মাবাদ মরহুমের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মহানগরী শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ ইয়াকুব আলী ইন্তিকাল করেন। গত ৯ জানুয়ারি (শুক্রবার) বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত এই হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার রাতে ইয়াকুব আলীর কফিন হাসপাতালে রাখা হয়। বুধবার সকালে তার কফিন শেষ বারের মতো নগরীর টুটপাড়াস্থ নিজবাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় এখানে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের আহাজারীতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। তাকে এক নজর দেখার জন্য এলাকার মানুষ ভিড় করে। সেখান থেকে তার কফিন সকাল ৯টার দিকে জানাজার জন্য নিয়ে যাওয়া হয় খুলনা আলিয়া মাদরাসা ময়দানে।
আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত নামাজে জানাজায় ইমামতি করেন কেডিএ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হোসাইন। জানাজায় আংশ নেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, জামায়াতের খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এ্যাড. শাহ আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা সিটি করর্পোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম. মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী, কে এম জিয়াউস সাদাত, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, এমইউজে খুলনার সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, বাংলাভিশনের আতিয়ার পারভেজ, বাংলানিউজ ২৪ এর খুলনা ব্যুরো প্রধান মাহবুবুর রহমান মুন্না, আবুল হাসান শেখ, আমিরুল ইসলাম, আরিফ আহমেদ, যমুনা টিভি খুলনা ব্যুরো প্রধান আল এহসান, নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার মাকসুদ আলী, সময় টিভির আব্দুল্লাহ আল মামুন রুবেল, আলমগীর হান্নান, শেখ শামসুদ্দিন দোহা, সামশুল আলম খোকন, সেলিম গাজী, কামরুল হোসেন মনি, ইয়াসিন আরাফাত রুমি, মোজাহিদুর রহমান, ইমরান হোসেন, কামাল হোসেন, মো. কায়কোবাদ মোল্লা বুলবুল, শাহ আলম, মো. আজাদুল হক আজাদ, মনিরুজ্জামান মোড়ল, শরীফুজ্জামান শরীফ, খুলনা সদর থানা জামায়াতের আমীর এস এম হাফিজুর রহমান, বিএনপি নেতা আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, মোল্লা মারুফ রশীদ, হাফিজুর রহমান, খুলনা সদর থানা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ৩০ নং ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াহেদ, ২২ নং ওয়ার্ড সেক্রেটারি মনিরুল ইসলাম, মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসান, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, দৌলতপুর দক্ষিণ থানা সভাপতি মাহী চৌধুরী, সদর উত্তর থানা সভাপতি এহসানুল মাহবুব সাকিব, আলিয়া মাদরাসা সভাপতি শিবলুর রহমান, সদর দক্ষিণ থানা সেক্রেটারি সাইদুল ইসলাম, সদর উত্তর থানা সেক্রেটারি জুবায়ের হাসান রাকিব, আলিয়া মাদরাসা সেক্রেটারি আ ন ম হুজাইফা, লবনচরা থানা সেক্রেটারি আমিনুর ইসলাম নাহিদ, নজরুল বিশেষজ্ঞ কবি সৈয়দ আলী হাকিম, মনির হোসেনসহ বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতবৃন্দসহ হাজারো মুসল্লী অংশ গ্রহণ করেন। প্রথম জানাজা শেষে কফিন তার গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার শাহপুরে রওনা হয়।
সকাল সাড়ে ১১টার দিকে তার কফিন শাহপুরের বাড়িতে গিয়ে পৌছায়। এ সময় মরহুমের আত্মীয়-স্বজন ও ছোট বেলার বন্ধু এবং গ্রামবাসীদের আহাজারীতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে স্থানীয় শাহপুর নূরানিয়া হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শেখ ইউনুস আলী।
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বিএনপি নেতা রবিউল ইসলাম বাবলু, জামায়াত নেতা গাজী জাকির হোসেন, প্রবীণ রাজনীতিবিদ মোল্লা মুজিবুর রহমান, গাজী নূর আলী, খান খোরশেদ আলম. ফজলুর রহমান, গাজী আবুল কালাম আজাদ, গিয়াস উদ্দিন আকুঞ্জি, সরদার জাহতাব উদ্দিন, এফএম রুহুল আমীন, গাজী ফজলুল হক, শেখ বেলাল হোসেন, হাবিবুল্লাহ খান, শাহাদাত হোসেন মোল্লা, ইসলাম উদ্দিন ফকির, হুমায়ুন কবির, খান ইউসুফ আলীসহ বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতবৃন্দসহ হাজারো মুসল্লী অংশ গ্রহণ করেন। পরে তার পিতা শেখ ইমান আলী ও মাতা নূরজাহান বেগমের কবরের পাশে দাফন করা হয়।
খুলনা গেজেট/এমআর
