রবিবার । ১৪ই ডিসেম্বর, ২০২৫ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২

শহিদ বুদ্ধিজীবী দিবস আজ খুলনায় নানা কর্মসূচি গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

আজ ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে বাংলার বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়। পরে তাদের লাশ রাজধানীর রায়েরবাজার, মিরপুরসহ কয়েকটি বধ্যভূমিতে ফেলে দেওয়া হয়।

দিবসটি উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ রবিবার সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং সকাল ৭টা ৬ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা সকাল ৭টা ২২ মিনিটে মিরপুর স্মৃতিসৌধে এবং সকাল ৮টা ৩০ মিনিটে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া সকাল ৮টা ৩০ মিনিট থেকে সারা দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী প্রদান করেছেন।

জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেলগুলো দিবসের তাৎপর্য নির্ভর বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এছাড়া দিবসটি উপলক্ষ্যে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এদিকে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির পাশাপাশি খুলনা জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা, সামাজিক ও পেশাজীবী প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে।

খুলনা জেলা প্রশাসন : যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপনের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, আজ রবিবার সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা। সুবিধাজনক সময়ে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা আয়োজন করা হবে।

বিএনপি : খুলনা মহানগর ও জেলা বিএনপি বেলা ১১টায় দলীয় কার্যালয়ে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে। এর আগে সংগঠনের নেতৃবৃন্দ গতকাল শনিবার রাত ১২টা এক মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে।

খুলনা বিশ্ববিদ্যালয় : শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সকাল ৮টায় খুলনা বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, সকাল ৮টা ১০ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, শোভাযাত্রা সহকারে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বেলা ১১টা ১৫ মিনিটে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : সূর্যোদয়ের সাথে সাথে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন এবং শিক্ষার্থীদের আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে।

খুলনা প্রেসক্লাব : দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন : শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) আজ বেলা ১১টায় ইউনিয়ন কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

খুলনা সাংবাদিক ইউনিয়ন : দিবসটি উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আজ রবিবার বেলা ১১টায় সংগঠনের কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল শনিবার রাত ১২টা ১মিনিটে খুলনা প্রেসক্লাব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা (এমইউজে) ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) রাত ১২টা এক মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন