নগরীর প্রবেশ দ্বার গল্লামারী ব্রিজের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রেখে জনভোগান্তি সৃষ্টির প্রতিবাদে গল্লামারী ব্রিজ অচল কর্মসূচি সফলের লক্ষ্যে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে গল্লামারী ব্রিজ প্রকল্প এলাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠন সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন বলেন, গল্লামারী ময়ূর নদের উপর পূর্ব থেকেই একটি ব্রিজ থাকলেও জন সংখ্যা ও যানবাহন বৃদ্ধির ফলে সড়ক বিভাগ ২০১৬ সালে সাত কোটি টাকা ব্যয় একটি ব্রিজ নির্মাণ করে। এটি অপরিকল্পিত, ব্রিজ নির্মাণের সময় ময়ূর নদ রক্ষা ও নৌযান চলাচল বিবেচনায় না থাকায় কয়েক বছরের মধ্যে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ২০২৩ সালের ১২ই অক্টোবর নতুন ব্রিজ উদ্বোধন করা হয়। আগের পুরোনো ব্রিজটি ২০২৩ সালের ১৫ নভেম্বর ভাঙার কাজ শুরু করে।”
নতুন ব্রিজ নির্মাণ কাজ শুরু ৩ দফায় সময় বর্ধিত করলে ও ব্রিজের নির্মাণ কাজ মাত্র ১৬/১৭ % হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্যে জানানো হয়, “দীর্ঘদিন ব্রিজের কাজ বন্ধ থাকায় কারো গাফিলতি বা অনিয়ম থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া ব্রিজের নির্মাণ কাজ দীর্ঘদিন কোনো কারণ ছাড়াই ঠিকাদার বন্ধ রেখে জন ভোগান্তি সৃষ্টি করায় সঠিক তদন্ত পূর্ব তাকে অর্থ দণ্ড, লাইসেন্স বাতিল, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।
ব্রিজের নির্মাণ কাজ দ্রুতই দৃশ্যমানের দাবিতে আজ বুধবার সকাল ১১টা হতে ১২ পর্যন্ত ১ ঘণ্টা ব্রিজ অচল কর্মসূচি সফলের লক্ষ্যে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতির অনুরোধ জানানো হয়। আজকের অচল কর্মসূচি সস ফলের লক্ষ্যে গতকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গল্লামারী বাজারে ব্যাপক গণসংযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, নাগরিক ফোরামের মহানগর সদস্য সচিব মোঃ ইকবাল হাসান তুহিন, পোলট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, আমরা খুলনাবাসীর সহ সভাপতি মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ কামরুল ইসলাম কামু, যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ খায়রুল আলম, মোঃ সবুজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ জাহিদ আরেফিন, সাকিল আহমেদ, মোঃ রবিউল ইসলাম সবুজ, মোঃ মফিজুল ইসলাম মিঠু, মোঃ মাসুদুর রহমান মাসুদ, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন প্রমুখ।
খুলনা গেজেট/এনএম

