মঙ্গলবার । ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ । ১লা আশ্বিন, ১৪৩২

হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনা ড্যাপস ক্লিনিক হতে নবজাতক চুরির ঘটনায় নার্গিস বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নগরীর রুপসা ইস্পাহানি গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নার্গিস বেগম বাগেরহাট জেলার ফকিরহাট থানার দিয়াপাড়া এলাকার মোঃ লিয়াকত আলীর স্ত্রী।

জানা যায়, খুলনা ড্যাপস ক্লিনিক হতে জনৈক মির্জা সুজন (২৯) এর চারদিনের নবজাতক ছেলে শিশুটি চুরি হয়ে যায়। ওই ঘটনা পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখে।

পরবর্তীতে সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খুলনা সদর থানা পুলিশ রুপসা ইস্পাহানি গলিতে অভিযান চালিয়ে নার্গিস বেগমকে গ্রেপ্তার করে। তার হেফাজত হতে চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নবজাতক শিশুকে তার পিতার নিকট প্রদান করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

নবজাতক শিশুকে পেয়ে তার পরিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন