দীর্ঘ এক যুগেও শেষ হয়নি খুলনার শিপইয়ার্ড সড়কের কাজ। গর্ত, কাঁদা-পানি আর ধুলাবালিতে দূর্ভোগে পড়েছে পথচারী ও যানবাহন চালকরা। এ নিয়ে ক্ষোভের শেষ নেই নগরবাসীর। করেছেন নানা কর্মসূচি পালনও। এবার ওই সড়কে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানাবে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার নেতারা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় রূপসা সেতুর পশ্চিম পাশে সিঁড়ির নিচের সড়কে এ কর্মসূচি পালিত হবে। একসঙ্গে এক যুগের কাজ শেষ করতে না পারায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে (কেডিএ) লাল কার্ড দেখানো হবে। কর্মসূচিতে খুলনার নাগরিক নেতাসহ সংশ্লিষ্ট এলাকার ছাত্র-জনতাকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন নিসচার সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
এর আগে গত রবিবার বিকেলে মহানগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। সভায় বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহ নেওয়াজ, হুমায়ুন কবীর ও রোদেলা আক্তার রেশমী প্রমুখ।
বক্তারা বলেন, “খুলনার অন্যতম ব্যস্ত রূপসা ট্র্যাফিক মোড় থেকে খানজাহান আলী (রূপসা) সেতু পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক দীর্ঘ ১২ বছরেও সংস্কার হয়নি। গর্ত আর ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিদিন হাজারো মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন কাজ ফেলে রাখায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ অবস্থায় খুলনার এ দুই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের দাবিতে নিসচা খুলনা মহানগর শাখা দুই দফা কর্মসূচির ঘোষণা দিয়েছে।
খুলনা গেজেট/এনএম