তেরখাদা উপজেলায় পারিবারিক কলহের জেরে তাহেরা জান্নাত মুক্তি (২০) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার তেরখাদা উত্তরপাড়া এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তাহেরা জান্নাত মুক্তি তেরখাদা উত্তরপাড়া গ্রামের মো. আল মাহিন মোল্লা সবুজের স্ত্রী। তার বাবা মাদারীপুর জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে মুক্তি নিজ ঘরের দরজা ও জানালা বন্ধ করে চালের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। দীর্ঘ সময় কক্ষ থেকে সাড়া না পেয়ে শ্বশুর-শাশুড়ি খোঁজ নিতে গিয়ে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তেরখাদা থানা পুলিশকে খবর দেওয়া হলে, তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খুলনা গেজেট/এএজে