Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জের প্রতিবন্ধীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

যশোর প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বিহারীমোড় এলাকায় আব্দুল নামে এক মানসিক প্রতিবন্ধীর শরীরে দাহ্য জাতীয় পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে পুড়য়ে হত্যার চেষ্টা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮ টায় কোটচাঁদপুর রোডের বিহারী মোড়ে এ ঘটনাটি ঘটে।

তাকে কি কারণে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে তা কেউ বলতে পারছেন না। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের ৫০ শতাংশ ঝলসে গেছে। মানসিক প্রতিবন্ধী আব্দুলের বাড়ি কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামে। তিনি সোমবার বিহারী মোড়ের আব্দুস সালামের দোকানে আইসক্রিম খেতে গিয়ে এ ঘটনার শিকার হন। কারা তার ওপর আগুনের এ হামলা চালিয়েছ সেটাও তিনি বলতে পারছেন না। খবর পেয়ে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দেখতে যান কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মতলেবুর রহমান জানান, এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন