যশোর জেনারেল হাসপাতালে অজ্ঞাত এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি বিকেলে যশোর কোতোয়ালি থানাধীন চাঁচড়া পুলেরহাট বাজারে ওই নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন মুন্তাকিম নামে এক পথচারী। মানবিক বিবেচনায় তিনি ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ২৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের নার্সদের দেওয়া তথ্যানুযায়ী, অচেতন অবস্থায় অসংলগ্ন কথাবার্তায় তিনি নিজের নাম ‘হাবিবা’ এবং বাড়ি ‘বরিশাল’ জেলায় বলে জানান- এমন ধারণা করা হচ্ছে। তবে তার পূর্ণাঙ্গ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খুলনা গেজেট/এএজে



