শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

ঝিকরগাছায় নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

ঝিকরগাছা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় নিখোঁজের একদিন পর ভাড়ায় চালিত ভ্যানচালক ও প্রতিবন্ধী মো. পারভেজ হোসেনের মরদেহ উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে শ্রীরামপুর–আঙ্গারপাড়া মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে হয়।

নিহত পারভেজ হোসেন ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের মো. হায়ারের ছেলে। তিনি প্রতিবন্ধী ছিলেন এবং ভাড়ায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩টার দিকে ভাড়ায় চালিত ভ্যান নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে তাঁকে উপজেলার শ্রীরামপুর বাজারে দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

থানার অফিসার ইনচার্জ দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানান, পুলিশের ধারণা ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় ফাস দেওয়ার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন