আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই হাদি হত্যার বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
কর্মসূচিটি শহরের মণিহার এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচড়া চেকপোস্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তি এবং নেপথ্যের কারিগররা এখনো অধরা। হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হয়ে গেলেও মূল অপরাধীদের আইনের আওতায় আনা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।
বক্তারা আরও বলেন, এই দেশে যারা রাজনীতি করবে, তারা যদি ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী রাজনীতি করতে চায়, তবে তাদের স্থান এ দেশের মাটিতে হবে না; তাদের অবস্থান হবে বঙ্গোপসাগরে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী, সদস্য সচিব বিএম আকাশ, মুখপাত্র সাইদ সান, যুগ্ম আহ্বায়ক এস কে সুজনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এএজে



