যশোরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যশোর কালেক্টরেট চত্বর থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। একই সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবনসহ সর্বত্র লাল-সবুজের পতাকা উত্তোলন করা হয়।
এদিন সকালে প্রথম প্রহরে শহরের মণিহার চত্বরের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বিভাগের কর্মকর্তারা বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীনের নেতৃত্বে কর্মকর্তারা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদ, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগমসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। প্রেসক্লাব যশোর, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
এরপর সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে শামস-উল-হুদা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী বাহিনী, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্ল গাইডস্ এবং বিভিন্ন শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, এতিমখানা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে
টাউন হল মাঠের স্বাধীনতা মঞ্চে জেলা প্রশাসন যশোরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিটের প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সম্মানিত অতিথির বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যুদ্ধকালীন বৃহত্তর যশোর জেলার কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মণি, যশোর জেলা মুক্তিযুদ্ধ সংসদের আহ্বায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা যুগ্ম-আহবায়ক মতিয়ার রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু, জেলা মুক্তিযোদ্ধার সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী রহমান। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

