ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার চাচাতো ভাই হাসান (২৬)। সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের পাশের মল্লিকনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ও আহত দু’জনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পৌরসভা হকপাড়া গ্রামে।
তারা মোটরসাইকেলে করে যশোর শহর থেকে কালীগঞ্জ হয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মোবারকগঞ্জ চিনিকলের পাশের মল্লিকনগর এলাকায় পৌঁছালে রাস্তার ভেতরের একটি গর্তে পড়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত হাসান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যশোর থেকে ফেরার পথে কালীগঞ্জের মল্লিকনগর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই আরোহী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরিফ হোসেন মারা যান।
খুলনা গেজেট/এএজে

