যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৪ জন নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোগা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
আটকরা হলো- যশোর জেলার অভয়নগর উপজেলার বর্নিমালাধরা গ্রামের কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা (৩২), পাতালিয়া গ্রামের আহমদ সর্দারের ছেলে মিজানুর সরদার (৪৫), বলডাঙ্গা গ্রামের সরোয়ারের মেয়ে শাপলা খাতুন(২৩) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চরখোলা গ্রামের রতন খলিফার মেয়ে সুমি আক্তার(২৪)।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন কিছু লোক অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে গোগা ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা গোপন অবস্থানে থেকে সীমান্তের কাছ থেকে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ও ১টি মোটরসাইকেল আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, আটকদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে