অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় আটক এক

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার তালতলা এলাকায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান নামের এক ফেরিওয়ালাকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। মঙ্গলবার সকালে অভয়নগর উপজেলার তালতলা এলাকায় এই ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীর বাবা বলেন, আমার মেয়ে সকালে স্কুলে যাই বিকালে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে জিজ্ঞেস করে সে বলে একজন ফেরিওয়ালা তাকে স্কুলের পাশে একটি দেওয়ালের কোনায় নিয়ে তার সাথে অনৈতিক কাজ করে। পরে অভয়নগর থানা পুলিশকে খবর দেওয়া হলে থানা পুলিশ তাকে আটক করে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মেডিকেল অফিসার ফেরদাউস শান্ত বলেন, মা ভিকটিমকে নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম জানান, চতুর্থ শ্রেণীতে পড়া একটি মেয়ের ধর্ষণের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠিয়ে ধর্ষককে আটক করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন