যশোর শহরতলীর রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৪ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে। যার মূল্য ৭০ লাখ টাকা।
আটক ব্যক্তি ফরিদপুরের বনমালীপুর উপজেলার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (৩১)।
বিজিবি জানায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি টহলদল শহরতলীর রাজারহাট এলাকায় অভিযান চালায়। এ সময় তারা অমিত বিশ্বাস নামে এক যূবককে আটক করে। তার দেহ তল্লাশী চালিয়ে প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪৬৬.৪৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এছাড়া, তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অমিত বিশ্বাস জানায়, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত পথে ভারতে পাচার করার দায়িত্ব তার ছিল। জব্দ স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, মাদক, রূপা, হুন্ডি ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও অভিযান চলছে। আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে