যশোরে সাপের কামড়ে ভাইয়ের মৃত্যু, বোন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে সাপের কামড়ে এক শিশু ভাইয়ের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে তার বোন। বর্তমানে সে যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শিশু আজিম (৩) ও আহত শিশু হালিমা (৮) মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমানের সন্তান। তারা বর্তমানে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ভাড়ায় বসবাস করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপ দুই শিশুকে কামড়ায়। পরিবারের সদস্যরা দ্রুত তাদের মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে অ্যান্টিভেনম না থাকায় পরে চালকিডাঙ্গা এলাকার এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিমের মৃত্যু হয়।

অপর শিশু হালিমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে শিশু মেডিসিন ওয়ার্ডে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। হাসপাতালের চিকিৎসক আব্দুর রশিদ জানান, হালিমার অবস্থা স্থিতিশীল হলেও তাকে কমপক্ষে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন