যশোরের মণিরামপুরের পল্লীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৪০) নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারের হবির চিড়া মিলের সামনের চায়ের দোকানে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সীমান্ত পরিবহন নামে একটি বাসের কাউন্টার মাস্টার হিসেবে কাজ করতেন। তিনি ওই গ্রামের আজাহার আলী মাস্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিহত আশরাফুল ইসলাম এদিন রাত ৯টার দিকে আতাউর রহমানের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরির কয়েকটি আঘাত তার বুকেও লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা কারণ উদঘাটনের চেষ্টা করছি। মৃতদেহ থানায় আনা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকারী শনাক্ত ও আটকে পুলিশ অভিযান শুরু করেছে।
খুলনা গেজেট/এএজে