Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সাপের কামড়ে ফাইম হোসেন (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার সিরাজসিঙ্গা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাইম কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং ওই গ্রামের আজিজুল ইসলামের একমাত্র সন্তান।

পরিবার ও স্থানীয়রা জানান, ভোরে ঘুমন্ত অবস্থায় ফাইমকে হঠাৎ একটি বিষধর সাপ কামড়ে দেয়। যন্ত্রণা অনুভব করে তার ঘুম ভেঙে যায়। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পেরে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে কিছু ঝাড়ফুঁক করার পর তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়।

এরপর সকাল ৮টার দিকে হঠাৎ ফাইমের মুখ দিয়ে গ্যাজা বের হতে শুরু করে এবং তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। সঙ্গে সঙ্গে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে আইসিইউতে স্থানান্তর করেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফাইমের মৃত্যু হয়।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন