Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের এড়েন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মাহফুজুর রহমান (২৩) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল  ৫টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান খুলনার পাইকগাছা উপজেলার আমিরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি যশোর পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার এড়েন্দা বাজারের চেয়ারম্যান বাড়ির পাশে মিটার পরিবর্তনের কাজ করছিলেন মাহফুজুর। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, মৃত্যুর ঘটনাটি শুনেছি। খোঁজ খবর নেয়া হচ্ছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন