যশোরের এড়েন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মাহফুজুর রহমান (২৩) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজুর রহমান খুলনার পাইকগাছা উপজেলার আমিরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি যশোর পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার এড়েন্দা বাজারের চেয়ারম্যান বাড়ির পাশে মিটার পরিবর্তনের কাজ করছিলেন মাহফুজুর। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, মৃত্যুর ঘটনাটি শুনেছি। খোঁজ খবর নেয়া হচ্ছে।
খুলনা গেজেট/এসএস