Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৯শে জুলাই, ২০২৫ । ১৪ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বেনাপোলে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা

বেনাপোল প্রতিনিধি

যশোর জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বেলা ১২টার দিকে বেনাপোল মাধ্যমিক চত্বরে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্ব জেলা প্রশাসকের পক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান ।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক এবং বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবু তাহের মোঃ শামসুজ্জোহা, প্রধান শিক্ষক আহসানুল কবির ও সহকারী শিক্ষক মাওলানা ইয়ামিন হোসেন প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তরুণ প্রজন্মকে সেই ইতিহাস সম্পর্কে সচেতন করতেই এই ধরনের অংশগ্রহণমূলক উদ্যোগ নেয়া ।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় শিক্ষার্থী, তরুণ ও যুব সমাজ অংশগ্রহণ করতে পারবে। মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, সামাজিক পরিবর্তন ও জনসম্পৃক্ততার উপর আইডিয়া আহ্বান করা হয়েছে। যাচাই-বাছাই শেষে শ্রেষ্ঠ আইডিয়াগুলোকে পুরস্কৃত করা হবে এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা হবে।

অনুষ্ঠান শেষে একটি মতবিনিময় পর্ব ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন