যশোরের ঝিকরগাছায় জাকির হোসেন (৫৩) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি।
তিনি রাজাপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
সোমবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঝিকরগাছা উপজেলা মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় দায়েরকৃত মামলা নং-১৩। সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ বলেন, পানিসারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে