যশোর আদালত ফেনসিডিল মামলায় শার্শার তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো, শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মতলেব হোসেনের ছেলে কামাল হোসেন, বেনাপোলের বুজতলা গ্রামের মৃত পাচু ব্যাপারীর ছেলে আজহার আলী ও ঝিকরগাছা উপজেলার উত্তর দেউলী গ্রামের মৃত চান মিয়ার ছেলে আমির হোসেন মেম্বর। কামাল হোসেন ও আমির হোসেন মেম্বারের উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। অপর আসামি আজহার পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ ডিসেম্বর শার্শা থানার এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে একটি টিম গাতিপাড়া দাখিল মাদ্রাসার পাশে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে তিনজন ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তাগুলো থেকে মোট ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মুরাদ হোসেন শার্শা থানায় মামলা করেন। তদন্ত শেষে এসআই বরকত হোসেন তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এদিন রায়ে প্রত্যেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
খুলনা গেজেট/এসএস