Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ২৬শে জুলাই, ২০২৫ । ১১ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বড় বালিয়াডাঙ্গা গ্রামে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে । তার বাবা আসলাম বিশ্বাস নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি  করেন। বিচারকের নির্দেশে বৃহস্পতিবার (২৪ জুলাই) কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।

মামলার আসামিরা হলো, যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বড় বালিয়াডাঙ্গা পূর্বপাড়ার মারুফ হোসেন, তার ভাই সজিব হোসেন, তাদের বাবা ফজলুর রহমান, মা তহমিনা, ফুফু মঞ্জুয়ারা, মামাতো ভাই মোমিন উদ্দিন হারুন ও দুই চাচা আবুল কাশেম ও নিজাম উদ্দীন।

মামলায় বাদী বলেছেন, গত বছরের ১৫ ডিসেম্বর সকাল ১১টায় আসামী মারুফ  ও সজিব তার মেয়ে চৈতীকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে মারুফ ও সজিবের ফুফু মঞ্জুয়ারা ও মামা মোমিন উদ্দিন হারুনকে মিথ্যা অভিভাবক সাজিয়ে সজিবের সাথে বিয়ে দেয় চৈতির। বিষয়টি প্রশাসনকে জানালে তাদের সহযোগিতায় উদ্ধার করা হয় মেয়েকে। দুইদিন পর মারুফ ও সজিব পুনরায় চৈতীকে  অপহরণ করে এবং সজিবের  বাড়িতে আটকে রাখে। আসামীরা প্রভাবশালী হওয়ায় আসলাম বিশ্বাস তার মেয়েকে উদ্ধারের অনেক চেষ্টা করেও ব্যর্থ হন।

অভিযোগ করা হয়, এসময় সজিব চৈতীকে ধর্ষণ করে এবং শারীরিক ও মানসিক নির্যাতন করে। গত ৩  জুলাই দুপুরে সজিবের ভাই মারুফ নেশাগ্রস্ত হয়ে চৈতীকে ধর্ষণ করে। চৈতী বাধা দিলে মারুফ তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাটি ধামাচাপা দিতে আসামিরা সকলে মিলে চৈতীর মৃতদেহ তাদের বাড়ির  আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে। পরে বাদী বিষয়টি জানতে পেরে আদালতে এ মামলা দায়ের করেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন