যশোরের কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত অধ্যাপক শিক্ষাবিদ আজিজুর রহমান (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের হাসপাতাল সড়কের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। বৃহস্পতিবার আছর বাদ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে ভোগতী হাজির পুকুর পাড় এলাকায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
খুলনা গেজেট/এসএস